আজ সোমবার, ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

দূর্বৃত্তদের ছুরিকাঘাতে

দূর্বৃত্তদের ছুরিকাঘাতে

সংবাদচর্চা ডটকম:

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাব্বি মিয়া (২০) নামে এক অটোরিকশা চালক ফতুল্লায় নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মিয়া কাশিপুর আদম বাড়ি এলাকার নাসির হোসেনের ছেলে। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা গেছে, কাজ শেষে নিহত রাব্বি বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুই যুবক তার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে পিঠে ও পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত রাব্বিকে আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক  শাফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যারা রাব্বি মিয়াকে ছুরিকাঘাত করে খুন করেছে তাদের সঙ্গে তার পূর্ব থেকে বিরোধ ছিল। অভিযুক্ত ওই দুই যুবককে শনাক্তের চেষ্টা চলছে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ