আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দূরত্ব বজায় রাখতে ছাত্র ফেডারেশন আকছে বৃত্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে পরস্পরের সংস্পর্শে করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সে লক্ষ্যে কেনাকাটার সময় পরস্পরের সঙ্গে তিনফুট পর্যন্ত দুরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকানের সামনে বৃত্ত একে দেয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে নগরীর ৩শ’ শয্যা হাসপাতাল সড়কে ওষুধসহ জরুরি সামগ্রী বিক্রয়কারী খোলা থাকা দোকানের সামনে এই বৃত্ত এঁকে দেয়া হয় পাশাপাশি বিভিন্ন ক্লিনিক গুলোতেও এই বৃত্ত চিহ্ন দেয়া হয়। যাতে করে কোন মানুষ কেউ কারো সংস্পর্শে না আসে। করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। তাই এই বন্ধের সময় যেসব জরুরি সেবার দোকান পাট খোলা রাখা হচ্ছে, বিশেষ করে ওষুধের দোকান, মুদি দোকান এবং কাঁচা বাজারে মানুষ যাতে পরস্পরের সংস্পর্শে আসতে না পারে এবং কেনা কাটার সময় একজনের থেকে অন্যজনের তিনফুট পর্যন্ত দুরত্ব থাকে তা নিশ্চিত করতে বিভিন্ন দোকানের সামনে গোল বৃত্ত এঁকে দেয়া হয়। ক্রেতাদেরকে ওই বৃত্তের মধ্যে থেকেই প্রয়োজনীয় কেনাকাটা করতে হবে। কেনা শেষ করে তিনফুট দূরত্বে থেকেই দ্রুত স্থান ত্যাগ করে বাসায় ফিরতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন,নির্বাহি সমন্বয়ক অঞ্জন দাস,দপ্তর সম্পাদক পপি রানি সরকার,গবেষক মাহবুব সুমন সহ আরো অনেকে।

আরএইচ/এসএমআর