নারায়নগঞ্জের আড়াইহাজারে ৫২ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে করেছে পুলিশ। গোপন সংবাদের বিত্তিতে আড়াইহাজার থানার এ,এস আই নুকুল চনদ্র ধর শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিন গাঁও এইচ পি ক্যামিকেল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সফিকুল ইসলাম ওরফে সফুকে গ্রেফতার করেন। সে উপজেলার বাজবী গ্রামের আক্কাছ আলীর ছেলে বলে পুলিশ
জানায়।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান সফু থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। মাদক আইনে মামলা দিয়ে তাকে নারায়নগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।