আজ শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই গ্রুপ এক মঞ্চে

নিজস্ব প্রতিবেদক: মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার আইন-শৃংখলা সংক্রান্তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিন বাজার ছমিরউদ্দিন সুপার মার্কেট মাঠে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ইনচার্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, সাধারন সম্পাদক গোলাম রসুল কলি, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, এমায়েত হোসেন, পৌরসভার প্যানেল মেয়র পনির হোসেন, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, শিক্ষক মজিবুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদ রবিউল আলম, কাঞ্চন বাজার কমিটির সহ সভাপতি জামাল হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি আইয়ুবুর রহমান খোকা, কামাল দেওয়ান, সাংবাদিক রিয়াজ হোসেন প্রমুখ। সভায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির তার বক্তব্যে এলাকায় বাল্য বিবাহ, মাদক নিরসন ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে সকলের সহযোগীতা কামনা করেন।

প্রসঙ্গত কাঞ্চনে মেয়র রফিকের সাথে গোলাম রসুল কলির দ্বন্দ্ব রয়েছে।

সর্বশেষ সংবাদ