আজ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই একজন বাদে নুসরাত হত্যায় সবার রায়ই বহাল রাখবেন হাইকোর্ট

নুসরাত হত্যা মামলার রায় উচ্চ আদালতে বহাল থাকবে কিনা সেই বিষয়ে আইনমন্ত্রী বলেছেন, ‘আমার মনে হয় দুই একজন বাদে সবার রায়ই বহাল রাখবেন হাইকোর্ট। শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশানের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘তাছাড়া এ মামলায় ১২ দোষ স্বীকার করেছে, ৯২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ২/১ জন নারী রয়েছে তাদের মধ্যে ১ জনের বাচ্চাও রয়েছে। উচ্চ আদালত বিশেষভাবে বিবেচনা করলে তাদেরই সাজা কম হতেই পারে।’

রায় কার্যকর বিষয়ে তিনি বলেন, ‘৭ কার্যদিবসের মধ্য নিম্ন আদালতের সকল রেকর্ড উচ্চ আদালতে যাবে। মামলা যাতে কম সময় লাগে সেই বিষয়ে এটর্নি জেনেরালের সাথে কথা বলবো।’

নুসরাতের পরিবারের নিরাপত্তা বিষয়ে বলেন, ‘যতদিন নিরাপত্তা দেওয়ার প্রয়োজন মনে করবো তত দেওয়া হবে। কেউ যদি তার পরিবারকে হুমকি-ধামকি দেয় তাদেরও আইনের আওতায় এনে সাজা দেওয়া হবে।’

স্পন্সরেড আর্টিকেলঃ