আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দুঃসময়ের হিরোদের পাশে ‘ফুডপ্যান্ডা’

সংবাদচর্চা রিপোর্ট
এসেছে পহেলা বৈশাখ। নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা হল বাংলা ১৪২৭ সাল। বাঙালীর জীবনে নিয়ে এসেছে নতুন বার্তা। তবে এবারের বৈশাখ বাঙালির জীবনের যেকোনো বৈশাখের চেয়ে সম্পূর্ন আলাদা। করোনা মহামারীর কারণে বৈশ্বিক এই দুর্যোগের সময় বাঙালির জীবন আজ অবরুদ্ধ। ঘরে বসেই দেশের মানুষ মোকাবেলা করছে এই মহামারীর। ঠিক সেই সময়ে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে অচেনা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন দেশের হাজারো আইনশৃঙ্খলা বাহিনী, ডাক্তার, নার্সসহ অসংখ্য খাবার ডেলিভারির রাইর্ডাসরা। মা-বাবা, ভাই-বোন কিংবা পরিবার ভুলে আজ তারাই লড়াকু সৈনিকের মতো অনবরতই মাঠে লড়ে যাচ্ছেন এই সকল সাহসী যোদ্ধারা। আর এসব লড়াকু সৈনিকদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ভিত্তিক খাবার অর্ডার এবং ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপ্যান্ডা’।

দেশের এই কঠিন সময়ে জনসাধারণকে নিরাপদ রাখতে নির্দ্বিধায় নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এসব হিরোদেরকে সম্মান জানিয়ে পহেলা বৈশাখ উপলক্ষে দেশের ৪৯ টি জোনে দশ (১০) হাজারের ও বেশী প্যাকেট খাবার উপহার দিয়েছে ফুডপ্যান্ডা। নতুন বছরের শুরুটা ভাগ করে নেওয়ার জন্যই ফুডপ্যান্ডা‘র এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ বিষয়ে ফুডপান্ডা বাংলাদেশ-এর সিইও আম্বারিন রেজা বলেন, “এ বছরের নববর্ষ প্রত্যেকের জন্যই সম্পূর্ন আলাদা। আজ দেশের এই ক্রান্তিকালে জনসম্মুখে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্যই পহেলা বৈশাখ উপলক্ষ্যে ফুডপ্যান্ডার এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করছি, এই দিনগুলোতে এসব লড়াকু সৈনিকদের পাশে এই সেবা আরও বেশি করে পৌঁছে দিতে পারবো। এসব যোদ্ধাদের বীরত্ব প্রচেষ্টার মধ্যে আমরা সবসময় পাশে আছি।”

ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। যাত্রার শুরু থেকে ফুডপ্যান্ডা ১৩ টি এশীয় ও মধ্য ইউরোপের দেশগুলিতে মোট ৩২৫ টিরও বেশি শহরে ১ লক্ষাধিক রেস্টুরেন্টের খাবার সরবরাহ করে থাকে। ফুডপ্যান্ডা বর্তমানে বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। এটি আন্তর্জাতিক ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ডেলিভারি হিরো গ্রুপের আওতাধীন।

ডেলিভারি হিরো সম্পর্কে:
ডেলিভারি হিরো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অনলাইন ফুড অর্ডার ও ডেলিভারি মার্কেটপ্লেস, যা রেস্টুরেন্ট, সক্রিয় ব্যবহারকারী এবং খাবার অর্ডারের দিক দিয়ে ইউরোপ, মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ), লাতিন আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪০টিরও বেশি দেশে ব্যবসায়িক প্রতিযোগীদের তুলনায় ফুড অর্ডারের হিসাবে এক নম্বর অবস্থানে রয়েছে। ডেলিভারি হিরো বিশ্বব্যাপী ২০০টিরও বেশি উচ্চ-ঘনত্বের শহুরে এলাকায় ফুড ডেলিভারি দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির সদর দপ্তর বার্লিনে অবস্থিত এবং ২১ হাজারেরও বেশি কর্মচারী এই প্রতিষ্ঠানের অধীনে কাজ করে।

এসএমআর