আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দীর্ঘ চার বছর পর আড়াইহাজারে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু

দীর্ঘ চার বছর পর আড়াইহাজারে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু

দীর্ঘ চার বছর পর আড়াইহাজারে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু

আড়াইহাজার  প্রতিনিধি:

আড়াইহাজার উপজেলায় দুপ্তারা মানেহর মা ও শিশু কল্যান কেন্দ্রটি নির্মাণের চার বছর পর অবশেষে চালু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এ উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গনে স্থানীয় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষ ভালো মানের সেবা পাচ্ছেন। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। গ্রামের অসহায় প্রসূতি নারী ও শিশুদের হাতের কাছে স্বাস্থ্যসেবা পৌঁেছ দিতে এ হাসপাতালটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক বজ্র গোপাল ভৌমিক, নারায়ণগঞ্জ নিভিল সার্জন ডা. এহসানুল হক, ইউএনও সুরাইয়া খান, উপ-পরিচালক মোঃ বশিরউদ্দিন, ডা. সায়মা আফরোজ ইভা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বেগম, ইউপি চেয়ারম্যান শাহিদা মোশারফ, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুর কবির উজ্জ্বল, প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন সরকার প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ