আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দিশেহারা জাতির পথ প্রদর্শক ছিলেন জিয়াউর রহমান- আবুল কালাম

দিশেহারা জাতির পথ

দিশেহারা জাতির পথ

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দরকার। সেই সাথে এর আগে সংসদ ভেঙ্গে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
বুধবার (৩০ মে) বাদ আছর কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ১৯৭১ সালে যখন রাজনীতিবিদরা দিক নির্দেশনা দিতে র্ব্যাথ হয়েছে ঠিক তখন দিশেহারা বাঙ্গালী জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার পথ দেখিয়েছেন। সেই সাথে রনাঙ্গনে পাকিস্তানী শাসক গোষ্ঠির বিরুদ্ধে ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই দিন বাংলাদেশের শত্রুরা চট্টগ্রামে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই রাষ্ট্রনায়কের সহধর্মীনী দেশমাতা ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্ত করে অবৈধ সরকার কারাগারে বন্দি করে রেখেছেন। সেই সাথে সমগ্র দেশকে আজ কারাগারে পরিণত করেছে। এই অবৈধ, অনির্বাচিত ও অগণতন্ত্রিক সরকারের কর্মকান্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করায় দেশের লক্ষ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা জুড়ে দিয়েছে। তাদের এই কর্মকান্ড থেকে মৃতঃ ব্যক্তিরা পর্যন্ত রেহাই পায়নি যা আপনারা স্বচোখে দেখেছেন। এই রমজান হচ্ছে নাজাতের মাস অথচ এই মাসেই প্রতি দিন নেতাকর্মীদেরকে আটক করে মিথ্যা মামলার দোহাই দিয়ে কারাগারে প্রেরন করছে। শুধু তাই নয় সারা মাস রোজা রাখার পরে ছেলে সন্তানদের নিয়ে আনন্দে ঈদ করার কথা ছিলো অথচ ক্রশফায়ারের নামে অনেক নিরহ মানুষকে হত্যা করা হচ্ছে। একবারও তাদের মাথায় আসে না এই অসহায় পরিবার গুলোর কি অবস্থা হবে। এই পরিবেশ থেকে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে আনতে হলে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা প্রয়োজন। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে হবে।
মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি এড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বিএনপি নেতা এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. আনিছুর রহমান মোল্লা, মতিউর রহমান, মহানগর যুব দলের যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন শোখন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, হাজী নুরুউদ্দিন, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু, মহানগর বিএনপি নেতা এড. রফিক আহম্মেদ, অহিদুল ইসলাম ছক্কু, আব্দুর রহমান, হাফেজ, কাশেম, বেলায়েত হোসেন, নজরুল ইসলাম সরদার, মহানগর যুবদল নেতা মোস্তাফিজুর রহমান পাবেল, মহানগর ছাত্র দলের যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা, যুবদল নেতা স্বপন মাহমুদ, আব্দুল কাদের, মহানগর ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী, শফিকুল ইসলাম, শাহিন শরীফ, দর্পন প্রধান, আব্দুল হাসিব, মুক্তাদির রিদয়, বন্দর থানা ছাত্রদলের আলতাফ, জুয়েল, আনোয়ার, সৌরভ, সোহেল, পাপ্পু ছোট, জুবায়ের নুর, ইমরান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের হাসানুজ্জামান লিমন, আশরাফুল ইসলাম, আমান সিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, আবু আল বেলাল খান, দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার, রাব্বী প্রমূখ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ট পুত্র মরহুম আরাফাত রহমান কোকো সহ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

সর্বশেষ সংবাদ