আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় সড়ক দূর্ঘটনায় পুলিশের দায়িত্বরত এটিএসআই নিহত

দায়িত্বরত এটিএসআই নিহত

দায়িত্বরত এটিএসআই নিহত

 

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় ডিউটিরত অবস্থায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই আবুল কালাম আজাদ (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে।
বুধবার বেলা ১১ টার দিকে (২৫ জুলাই) নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের শিবু মার্কেটে এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত আবুল কালাম আজাদ ফরিদপুর জেলা মধুখালী থানার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা ট্রাফিকে সাড়ে ৩ বছর যাবৎ কর্মরত ছিলেন।
ট্রাফিকের টিআই সরফুদ্দিন জানান, যানজট নিরসনের জন্য সকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই আবুল কালাম আজাদ। এসময় নরসিংদী ন-১১-০০৯৩ নাম্বারের একটি কাভার্ডভ্যান চাপা দিলে গুরুত্বর আহত হন তিনি। পরে দ্রুত তাকে নারায়ণগঞ্জ ৩ শ’ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ট্রাফিকের এটিএসআইকে চাপা দিয়ে কাভার্ডভ্যানটি সাইনবোর্ডের দিকে দ্রুত পালাতে থাকে। এসময় জালকুড়ি স্ট্যান্ডে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মিলন মোল্লা ক্যাভার্ডভ্যানটিকে সিগন্যাল দিলে গাড়ি থামিয়ে চালক পালানোর চেষ্টা করে। পরে জনতার সহায়তায় পুলিশ তাকে আটক করে। এবং ফতুল্লা থানা পুলিশের কাছে কাভার্ডভ্যানসহ হস্তান্তর করে