আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দাদনের ঋণ পরিশোধ করতে না পেরে রূপগঞ্জে পাঁচ অবুঝ শিশু সন্তান ফেলে পালিয়েছে বাবা-মা

দাদনের ঋণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইটভাটা মালিকের দাদনের টাকা শোধ করতে না পেরে ৫ অবুঝ শিশু সন্তান ফেলে পালিয়ে গেছে বাবা-মা। এদিকে ৪ দিন যাবত বাবা মায়ের কারনে ইটের ভাটায় আটকে আছে এই ৫ শিশু। উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাব গ্রামের আবুলের ঢাল এলাকার বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডে এই ঘটনা ঘটে। ইটের ভাটার ম্যানেজার জোবায়ের আহমেদ জানান, ৪ মাস পূর্বে এক শ্রমিক সর্দারের মাধ্যমে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীর হাটাব গ্রামের আবুলের ঢাল এলাকার সালাউদ্দিন বাবুর মালিকানাধীন বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডে কাজ করার জন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্দরবন গ্রামের জালালউদ্দিনের ছেলে নাজমুল হোসেন ও তার স্ত্রী ছালেহা বেগম ৫০ হাজার টাকা অগ্রিম দাদন নেয়। চুক্তি অনুসারে তাদের সন্তানদের নিয়ে এখানে বসবাস করে কাজ শুরু করলেও তারা দাদনের টাকা পরিশোধ করতে করেনি। এদিকে সেই টাকার জন্য প্রতিনিয়ত চাপের মুখে পড়েন তারা। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় সাপ্তাহিক বেতন পেয়ে নাজমুল হোসেন ও তার স্ত্রী ছালেহা বেগম বাজারে যাবার কথা বলে ছেলে সজিব আলী (৯), মেয়ে নাসরিন (৭), জাছরিন (৬) ও যমজ বোন নাদিয়া (৩)ও নাইমা(৩) নামে ৫ অবুঝ শিশু সন্তানদের ফেলে ভাটা থেকে পালিয়ে যায়। এদিকে পিতা মাতার ঋণের কারনে এই ৫ অবুঝ শিশু ৪ দিন যাবত ইটের ভাটায় আটকে থাকে। খবর পেয়ে পুলিশ শুক্রবার পুলিশ ইটের ভাটা থেকে উক্ত ৫ শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে শিশুরা থানায় পুলিশী হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান বলেন, আমরা সংবাদ পেয়ে মানবিক দিক বিবেচনা করে শিশুদের উদ্ধার করে আমাদের হেফাজতে রেখেছি। বাবা-মা ঋণ গ্রহিতা হলে তারা একটা প্রক্রিয়ার মাধ্যেমে তা শোধ করবে। এ কারনে অবুঝ বাচ্চারাতো আটক থাকতে পারে না। শিশুদের বাবা মাকে খবর দেয়া হয়েছে। তারা এসে তাদের জিম্মায় বাচ্চাদের নিয়ে যাবেন।

স্পন্সরেড আর্টিকেলঃ