সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শুক্রবার রূপসী গাজী ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোলাম দস্তগীর গাজী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তা সাধারণ জনগণের কাছে তুলে ধরতে হবে। কোন গ্রুপিং চলবে না। নৌকাকে বিজয়ের লক্ষে সবাইকে কোমর বেধে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
দাউদপুর ইউনিয়ন আ.লীগের নেতারা বলেন, আগামী নির্বাচনে নৌকাকে বিজয় করতে হলে ত্যাগী আ.লীগের নেতাদের সক্রিয় করতে হবে। তৃণমূলের বিএনপি জামায়াতের হাতে নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাড়াতে হবে। আ.লীগের ঐক্য ভাংতে অনুপ্রবেশকারি হাইব্রিডদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
এ সময় দাউদপুর ইউনিয়ন আ.লীগের নেতারা আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে গোলাম দস্তগীর গাজীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জনান। উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,দাউদপুর ইউনিয়ন আ.লীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।