সংবাদচর্চা রিপোর্ট: আসন্ন দাউদপুর পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গেছেন, নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। রবিবার ১৮ অক্টোবর প্রচারণার শেষ দিনে তিনি দাউদপুর ইউনিয়নের কালনী, হিরনাল, কুলিয়াদী, বীর হাটাব, দেবই, কাজিরবাগসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেছেন । তরুণ ভোটাদের নৌকায় ভোট দিতে তিনি উৎসাহিত করেছেন। গণংসংযোগে শত শত মানুষের ঢল নামে। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দীন ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, আব্দুল মান্নান মুন্সি, মাসুদ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, বর্তমান সভাপতি ফয়সাল আলম শিকদার, মুড়াপাড়া কলেজের ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, ইউপি সদস্য রেহেনা আক্তার প্রমুখ।
পরে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বড় ছেলে তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা আওয়ামী লীগের নেতা কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে । মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৫শ ৫০জন। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা শরিফ আহমেদ টুটুল। তাকে তেমন প্রচারণায় দেখা যায়নি। তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ মাঠে রয়েছে।