অনলাইন রিপোর্ট:
স্বাগতিক আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হেনেছেন রুবেল হোসেন। ত্রিদেশীয় সিরিজে টাইগার পেসার রুবেল হোসেনের প্রথম ম্যাচ এটি। দলে ফিরেই শুরুতে উইকেট তুলে নিলেন তিনি। সর্বশেষ খবর পর্যন্ত আয়ারল্যান্ড ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে।
ডাবলিনের আকাশে বুধবারও মেঘের আনাগোনা আছে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচও ভেসে যাওয়ার সম্ভাবনা কম। ক্লনটার্ফের উইকেট ব্যাটিং সহায়ক। এ ম্যাচেও তাই বড় রানের ম্যাচ দেখা যেতে পারে। গ্রুপের শেষ ম্যাচে টস জেতা দল আয়ারল্যান্ড তাই ব্যাটিং নেয়।
বাংলাদেশ দল আজকের ম্যাচে চার পরিবর্তন এনেছে।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, আবু জায়েদ।