আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘দলের মধ্যে মুখোশধারীদের ভয় পাই ’

টি.আই.আরিফ:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, বিএনপি, জামায়াতকে আমি ভয় পাই না। আমার ভয় হয় আমাদের দলের মধ্যে যারা মুখোশ ধারী আছে তাদেরকে। শাহজাহান ভুঁইয়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করছে। সংসদ নির্বাচন আসলে উনি গ্রুপিং তৈরী করে নিজের ফায়দা লুটে নেয়। এবার আর তা হবে না, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। গাজী সাহেব ,রফিক সাহেব এক হয়েছে। আমাদের এ মিল দেখে অনেকের মাথা খারাপ হয়েছে। কিছু লোক এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কোন ষড়যন্ত্র এবার কাজ হবে না। আমরা সবাই রাজপথে আছি। উনি ওয়ান ম্যান। উনার ছেলে লিজের নামে মন্দিরের জমি দখল করছে। মুড়াপাড়ার মানুষ এর বিচার করবে। উনি মুড়াপাড়া থেকে বিচ্ছিন্ন। উনি নেওয়া শিখেছে দেওয়া শেখেনি।

হিন্দু লোকদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামীলীগ অসাম্প্রদায়িক দল। এই দল ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে ধর্ম পালন করতে পারে। আপনারা সবাই নৌকায় ভোট দেবেন। আপনাদের মন্দিরের জায়গা ব্যবস্থা করে দেওয়া হবে।
গতকাল মুড়াপাড়ায় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা বলেন, শাহজাহান ভুঁইয়া জনবিচ্ছিন্ন লোক। ইউনিয়ন পরিষদে উনি নিজে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছে। গোলাম দস্তগীর গাজীর দয়ায় উনি ৩ বার রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে। উনি বেইমান। গত ১৫ বছরে কোন উন্নয়ন কাজ করেনি শাহজাহান ভুঁইয়া। মুড়াপাড়া উনির হাতছাড়া। আমরা গাজী সাহেবের সাথে আছি। আগামীতে উনি আবার মন্ত্রী হবেন।
রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান বলেন, গাজী সাহেব টানা চতুর্থবার এমপি নির্বাচিত হবেন। আমরা গাজী সাহেবের সাথে আছি। আমাদের ভবিষ্যত নেতা গাজী গোলাম মর্তুজা পাপ্পা ভাই। শাহজাহান ভুঁইয়া রফিক সাহেবের কাছ থেকে টাকা নিয়ে ঠিকমত বিতরণ করতে পারেনি। উনি নিজের পকেট ভারী করছে। দলের ভিতরে গ্রুপিং করার রাজা তিনি।
এসময় উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, সাবেক ইউপি চেয়ারম্যান বরকত আলী, ইউপি সদস্য তাওলাদ হোসেন, রেহেনা আক্তার, আবু ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন, আওয়ামী লীগ নেতা ভিপি মনির হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজিল আহমেদ রিয়াজ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, সরকারী মুড়াপাড়া কলেজের ভিপি সাইফুল ইসলাম তুহিন,জিএস সজীব প্রমুখ।
প্রসঙ্গত গতকাল মুড়াপাড়ায় ৭টি পুজা মন্ডপ পরিদর্শন করেন মন্ত্রীপুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ