নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: এখানে সাখাওয়াত কিংবা অন্যকোন গ্রুপ নেই। গ্রুপ একটাই আর তাহলো হলো শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ গড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রুপ। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রুপে আছি-থাকবো। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের (আসন্ন আইজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে) প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করার জন্য যে ধরনের জগন্যতম কার্যক্রম আমাদের দায়ীত্বশীল ব্যক্তিদের কাছ থেকে পাচ্ছি, এ সভা থেকে আমরা এর ধিক্কার ও তীব্র নিন্দা জানাই।
তিনি আরো বলেন, যদি ভুল পথে গিয়ে থাকেন, তাহলে সেই ভুল সংশোধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দল সে দলের আদর্শে ফিরে আসুন। বর্তমান পরিস্থিতিতে আইনজীবী সমিতিরি নির্বাচনটা অত্যান্ত গুরুত্বপূন। এ নির্বাচনকে ঘিরে ঐ নাজমুল হুদার পেত্মাতারা যদি কোন ধরনের বির্তক বা ষড়যন্ত্রের সৃষ্টি করে তাহলে জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা তা মেনে নেবে না। আজকের এ সভা এটাই প্রমাণ করে।
জেলা জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবির এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এড. জাকির হোসেন, এড. আজিজুল হক হান্টু, এড. হাফিজ মোল্লা, এড. রফিক আহমেদ, এড. রাকিবুল হাসান, এড. মশিউর রহমান শাহীন, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. কাজী আব্দুল গাফফার, এড. সুমন মিয়া, এস.এম মাহমুদ হক আলমগীর এড. সালাউদ্দিন সবুজ, জিল্লুর রহমান মকুল প্রমূখ।