আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দলকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য:নাসির

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারের হাইজাদী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সোমবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন , সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ,আড়াইহাজার থানা বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী , সদস্যসচিব জুয়েল আহমেদ। এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ইউনিয়ন বিএনপির সম্মেলন করছি। দলকে গতিশীল ও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য ।
তিনি আরও বলেন, সরকারি দল বিএনপিকে ঠেকাতে পারবে না। বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে। বেগম জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো।