নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জের আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের ( চনপাড়া) সাধারণ সদস্য পদে মো: বজলুর রহমানকে সমর্থন দিয়েছে দরবারে মূসাবীয়ার ভক্তবৃন্দ। বুধবার ( ৩ মার্চ) চনপাড়ায় দরবারে মূসাবীয়ার ওরশ থেকে তার ভক্তবৃন্দ এ সমর্থন দেন।
ওরশে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলী সিকদার , যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক, সিনিয়র সহসভাপতি মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, ছাত্র লীগের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান দিনইসলাম প্রমুখ।
দরবারে মূসাবীয়ার ভক্তবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান বলেন , সবাইকে সাথে নিয়ে আমার নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে চনপাড়াকে এগিয়ে নিয়ে যাব। চনপাড়ার উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং থাকব । দরবারে মূসাবীয়ার ভক্তবৃন্দ আমাকে সমর্থন দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।