আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

‘দখলমুক্ত ফুটপাত এবং যানজটমুক্ত নগরী চাই’

সুন্দর নগরীর অন্তরায় দখল হওয়া ফুটপাতকে দায়ী করেছেন নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ ও সিনিয়র সাংবাদিক ড. ফজলুল হক রুমন রেজা। পাশাপাশি যানজটমুক্ত একটি নগর প্রত্যাশা করেনে তিনি।

সংবাদচর্চার নিয়মিত আয়োজন ‘নগর ভাবনায়’ গতকাল কথা বলেছিলেন ফজলুল হক রুমন রেজা। একজন সাধারণ নাগরিক হিসেবে তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল তার ব্যক্তিগত মতামত। সেই আলপচারিতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নগরবাসী হিসেবে আমার যে প্রত্যাশা তা শতভাগ পূরণ হয়নি। এসময় হকার ও যানজটকে নগরীর অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অটো রিকশা, বাস, ট্রাক চলাচলে কোনো নিয়ম নেই। যার ফলে তীব্র যানজটের কবলে পড়তে হচ্ছে আমাদের। এতে করে শিক্ষার্থীসহ নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এর পাশাপাশি হকার সমস্যাতো রয়েছেই। এসব হকার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের পাশাপাশি রাস্তা দখল করে রাখে। যার ফলে ফুটপাতে হাঁটা যায় না। একজন নগরবাসী হিসেবে একটি হকারমুক্ত ও হাঁটার জন্য দখলমুক্ত ফুটপাত দাবি করেন তিনি।

এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে সমন্বিত এবং সম্মিলিত উদ্যোগ দরকার বলে মনে করেন নারায়ণগঞ্জ কলেজের এই উপাধ্যক্ষ।

স্পন্সরেড আর্টিকেলঃ