আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘দক্ষিণ কোরিয়ার অনুমতি ছাড়া যুদ্ধ নয়’

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে সাফ জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর হামলার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই দক্ষিণ কোরিয়ার অনুমতি নিতে হবে। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে এ কথা বলেছেন তিনি।

তিনি বলেন ‘কোরীয় উপদ্বীপে সামরিক পদক্ষেপের বিষয়টি কেবল দক্ষিণ কোরিয়াই নির্ধারণ করবে। দক্ষিণ কোরিয়ার অনুমোদন ছাড়া কেউই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।’

দক্ষিণ কোরিয়া যুদ্ধ এড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার সবকিছু বিবেচনায় রাখছে, যুদ্ধ বন্ধে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’

ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে চলতি মাসে উত্তর কোরিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়াও পাল্টা হুমকি দেয় এবং দক্ষিণ কোরিয়ার গুয়াম ঘাঁটিতে হামলার হুমকি দেওয়া হয়। সোমবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, গুয়ামের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একটি পরিকল্পনা  প্রেসিডেন্ট কিম জং উনকে জানানো হয়েছে।তবে ‘গুয়ামকে আগুন দিয়ে ঘিরে ফেলার’ সিদ্ধান্ত নেয়ার আগে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ দেখে নিতে চান কিম।