আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের মাপিকিং শহরে নূরুল আলম সিদ্দিকী টিটু মনি নামে নারায়ণগঞ্জের ব্যবসায়ী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।

নিহত নূরুল আলম সিদ্দিকী টিটু মনির বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায়। তার বাবার নাম মো. মোতালেব।

নিহতের পাশের ব্যবসায়ী রহিম বাদশা বলেন, ১২ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে তার দোকানে কোন সমস্যা অথবা ডাকাতির ঘটনা পরিলক্ষিত হয়নি। সকালে দোকান বন্ধ দেখে তার পাশের দোকানদার আশপাশের বাংলাদেশিদের খবর দিয়ে পুলিশকে ফোন দেয়।

স্থানীয় পুলিশ ও বাংলাদেশী সহ অনেকজন ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে দোকানের দরজা ভেঙ্গে টিটু মনির লাশ দেখতে পান তারা।

তার শরীরের কোথাও কোন ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায়নি। তবে পুলিশ প্রাথমিক পর্যায়ে ধারণা করছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

নিহতের শ্যালক মন্টু জানান, নূরুল আলম সিদ্দিকী টিটু মনি ১৮ বছর ধরে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের মাপিকিং শহরে ব্যাবসা করে আসছিল। বুধবার সকালে বাংলাদেশি ভাইদের মাধ্যমে জানতে পাই। এখন বাংলাদেশি ভাইদের মাধ্যমে লাশ আনার চেষ্টা চলছে।