আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

তৈমূর-দীপু হিট কাজী মনির ফ্লপ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে রোববার বিকেলে আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে আলোচনার ঝড় বইছে। তবে অল্প সংখ্যক লোকজন নিয়ে জনসভা স্থলে শোডাউন করায় সমালোচনায় পড়েন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতিও।
এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু, তারাব পৌর ওলামাদলের সভাপতি কামাল খান, থানা শ্রমিকদল নেতা ডা. শাহীন, রূপগঞ্জ থানা ওলামাদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদারসহ ছাত্রদল, শ্রমিকদলের বেশ কিছু নেতাকর্মী নিয়ে জনসভায় যোগ দেন। অপরদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক বাকির হোসেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল আজিজ মাষ্টার, রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সালাহউদ্দিন দেওয়ান, জেলা ছাত্রদল নেতা ইসমাইল মামুন, জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শামীম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, জেলা ছাত্রদল নেতা নাহিদ হাসান, উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, ওমর হোসেন, যুবদল নেতা গোলজার হোসেন, খোরশেদ আলম, মোশারফ হোসেন, কাঞ্চন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খানসহ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করে জনসভায় যোগ দেন। তবে সুপার ফ্লপ শোডাউন করেছেন জেলা বিএনপির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। তিনি কাচঁপুরে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতেও গিয়েও বেশ সমালোচনার মুখে পড়েন। কাজী মনিরুজ্জামানের সাথে খালেদা জিয়ার সমাবেশে জেলা ছাত্রদল নেতা রনির সঙ্গে বাকযুদ্ধ হয়। ওই সব রনিও একপর্যায়ে কাজী মনিরুজ্জামানকে দেখে নেয়ার হুমকি দেন। তবে উপজেলা পর্যায়ে বিএনপির শোডাউন করে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে অনেকটা এগিয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও জেলা পর্যায়ে এডভোকেট তৈমূর আলম খন্দকার। রাজনীতিতে অনেকটা পিছিয়ে পড়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। তবে বরাবরই আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা রেখেছেন জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু।

স্পন্সরেড আর্টিকেলঃ