নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড.তৈমূর আলম খন্দকারের কন্যা ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার এর আমন্ত্রণে রূপগঞ্জ উপজেলার রূপসী খন্দকার বাড়ি ভ্রমণ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শুক্রবার ( ৫ ফেব্রয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার এর দাদার বাড়িতে (গেট টুগেদার) পিঠা উৎসবে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সহ সভাপতি মো. মনিরুজ্জমান, সহ সভাপতি মো. আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, সহ-সম্পাদক ব্যারিস্টার মো. ইমতিয়াজ ফারুক ও মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া, সদস্য ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার, মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাডভোকেট আমিরুল ইসলাম (খোকন), মো. মোহাদ্দেস উল ইসলাম (টুটুল), মো. মশিউর রহমান, মো. মোহসীন কবির ও মোহাম্মদ সাইফ উদ্দিন (রতন)।