সংবাদচর্চা রিপোর্ট:
কারাবন্ধী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার সুস্থ্যতা কামনা চেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পথসভা করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
জানা গেছে, ১৩ জুলাই শুক্রবার দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরেন তৈমূর আলম খন্দকার। ওই সময় তার সঙ্গে কেন্দ্রীয় ওলামাদলের সহ-সভাপতি মুন্সী সামসুর রহমান খান বেনু সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
দুপুরে বাদ জুমা আবারো তিনি বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের খবর নেন এবং কারাগারে থাকা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তৈমূর।
ওই সময় তৈমূর আলম খন্দকার জনগণের খোজ খবর নিয়ে বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে অসুস্থ্য অবস্থায় রয়েছেন। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করবেন। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেনো মুক্তি ঘটে সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন।