নিজস্ব প্রতিবেদক:
বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন থানার ও অংগ সংগঠনের শত শত নেতাকর্মী বন্যার্ঢ্য মিছিল যোগ দিয়েছে। প্রতিবারের মত এবারও এড.তৈমূর আলম খন্দকারের নেতৃত্বের মিছিটিই নারায়ণগঞ্জ বিএনপির বৃহৎ মিছিল ছিলো।
ঢাকার তোপখানাস্থ নিজস্ব কার্য়ালয়ের সামনে সমবেত বিভিন্ন থানা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্ঠা এড.তৈমূর আলম খন্দকার বলেন,এতো মামলা এতো জুলুমের পরেও আপনাদের আজকের উপস্থিতি প্রমান করে সরকারের পতন সামনেই অপেক্ষা করছে।
এড.তৈমূর বলেন ৭৪ বছর বয়সী অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ায়ে কারাগারে আটকের মাধ্যমে প্রমান হয়েছে সরকারের নৈতিক পরাজয় হয়েছে।তারা এখন অবৈধভাবে জগদ্দল পাথরের মত জাতির বুকে চেপে আছে।তাদের পতন অচিরেই।