আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর

নিজস্ব প্রতিবেদক:

প্রয়াত নাজমুল হুদা প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপিতে যোগদান করেই দলটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সাবেক বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন তৈমুর আলম খন্দকার।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির প্রথম জাতীয় কাউন্সিলে শীর্ষ দুই পদে তারা নির্বাচিত হন।

এ ছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা তৃণমূল বিএনপির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।

তৃণমূল বিএনপি কাউন্সিলে ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে বলে জানা গেছে।
এর আগে, দুপুর পৌনে ১২টায় পতাকা উত্তোলনের মাধ্যমে তৃণমূল বিএনপির সম্মেলন শুরু হয়।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়ায় গত বছর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ ও দলীয় চেয়ারপারসন উপদেষ্টা পদ থেকে তৈমুর আলমকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে ২০১৫ সালের ২৮ অক্টোবর বিএনপি থেকে পদত্যাগ করেন শমসের মবিন চৌধুরী।
প্রসঙ্গত, প্রয়াত নাজমুল হুদা তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তিনি মারা যান। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। এই দলের প্রতীক সোনালী আঁশ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির প্রার্থীরা।

স্পন্সরেড আর্টিকেলঃ