আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃণমূলে যোগ দিলেন সেই বাবুল সুপ্রিয়

অনলাইন ডেস্ক:

অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে দলবদল করেছেন তিনি। যিনি মাসকয়েক আগেও ‘ভাইপোর’ বিরুদ্ধে নিয়মিত তোপ দাগাতেন।

শনিবার যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয় জানান, বাংলার হয়ে কাজ করার জন্য সামনে ‘বড় সুযোগ’ এসেছে। তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

তিনি বলেন, ‘মমতা ও অভিষেক যে দায়িত্ব আমায় দিচ্ছেন, তাতে আমি অত্যন্ত আনন্দিত।’ বিজেপির সংসদ সদস্য পদ থেকেও তিনি পদত্যাগ করবেন।

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে শনিবার আচমকাই পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। অভিষেকের থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তৃণমূলের অফিসিয়াল টুইটারে সেই খবর দেওয়া হয়েছে।