আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘তৃণমূলের কাছে যাবে’

টি.আই.আরিফ :

আওয়ামী লীগ নেতাদেরকে এক জায়গায় বসে না থেকে তৃণমূলের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চাওয়ার আহবান জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, চব্বিশ সালে আমাদের নির্বাচন। জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমাদের উন্নয়নের কথা জনগণকে বলতে হবে। উন্নয়ন দেখিয়ে আমরা ভোট চাইবো। আমরা কোন অহংকার দেখাবো না। অহংকার দেখালে আমাদের ভোট আসবে না। মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের ভোট নিতে হবে। প্রত্যেকটা এলাকায় আমরা বিদ্যুৎ দিয়েছি, মুড়াপাড়া কলেজ সরকারী করেছি, ভুলতা ফ্লাইওভার হয়েছে, গাজী সেতু হয়েছে, সুলতানা কামাল সেতু হয়েছে। আমরা জনগণকে উন্নয়ন দিয়েছি। রূপগঞ্জের প্রত্যেকটা পৌরসভায়, ইউনিয়নে , ওয়ার্ডে মিটিং করবেন। সেই মিটিং থেকে জনগণের কাছে নৌকার ভোট চাইবেন। থানায় বসে ভোট চাইলে হবে না, তৃণমূলের কাছে ভোট চাইতে যেতে হবে। ওয়ার্ড পর্যায়ে যাবেন। টানা তিনবার জনগণ আমাকে ভোট দিয়ে পাস করিয়েছেন। চতুর্থবার উন্নয়ন দেখিয়ে আমরা যেনো ভোটটা আনতে পারি। সবাই কাজ করবেন। আমরা আবার পাস করবো।

রোববার ( ২৬ মার্চ) মুড়াপাড়া বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী এ কথা জানান।

এসময় অন্য বক্তারা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে চতুর্থবার নৌকা প্রতীকে এমপি নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্জাহান ভুঁইয়া,সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মাহাবুবুর রহমান মেহের, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমান উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক এমএ মোমেন, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, কামরুল হাসান তুহিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সংরিক্ষত সদস্য সীমা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, ইউপি সদস্য রেহেনাসহ উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

স্পন্সরেড আর্টিকেলঃ