আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিস্তার জল না দেয়ায় ইলিশ দিচ্ছে না বাংলাদেশ: মমতা

তিস্তার পানি না পাঠানোয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এমন মন্তব্য করে এ বিষয়ে মঙ্গলবার বিধানসভায় জনগণের কাছে দুঃখপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার আশ্বাস, আগামী দিনে এ রাজ্যে প্রচুর ইলিশ উত্‍পাদন করা হবে এবং তখন আর বাংলাদেশের ইলিশের দরকার হবে না। টাইমস অব ইন্ডিয়া।

এদিন পদ্মার ইলিশ ওপার বাংলার না যাওয়ায় বিধানসভায় আক্ষেপের সুর যায় মমতার গলায়। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘’বাঙালি মাছে-ভাতে থাকতে ভালবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?’’
তিনি আরও বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে গবেষণা শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।’