আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসচাপায় তিতুমীর কলেজ ছাত্রকে হত্যা,প্রতিবাদে বিক্ষোভ

তিতুমীর কলেজ

তিতুমীর কলেজনবকুমার:

ঢাকা, মহাখালীর  অামতলীতে বাস চাপায় তিতুমীর কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে,প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। আসামীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বাংলা বিভাগ সহ সকল বিভাগের ছাত্ররা।দ্রুত বিচার না হলে তিতুমীর কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আন্দোলনে যাবে। আহত করা হয়েছে আরেক ছাত্রকে।

নিহত শাকিল শেখ সরকারি তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে পড়তেন। থাকতেন মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায়। আহত ছাত্রের নাম রায়হান ইসলাম (২২)। তিনি একই কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁকে জাতীয় অর্থপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহত শাকিল শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের আক্কাস আলীর ছেলে।

 

আহত রায়হান জানান, বিকেল ৫টার দিকে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে আমতলী ক্রসিং হেঁটে তাঁরা চার বন্ধু রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হাত দিয়ে ইশারা দেওয়া সত্ত্বেও উত্তরাগামী কলেরা হাসপাতালের একটি বাস তাদের ধাক্কা দেয়। এরপর চালককে সাবধান করতে শাসাতে থাকেন।

একপর্যায়ে চলন্ত বাসেই যাত্রী ও হেলপার মিলে তাঁকে (রায়হান) ও শাকিলকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। এতে পড়ে গেলে ওই বাসের পেছনের চাকা শাকিলের মাথার ওপর দিয়ে উঠে যায় এবং তাঁর (রায়হান) হাত ভেঙে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাকিল। আর তাঁকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) শেখ মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। বাসটি আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।