সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় বায়তুস সালেহ জামে মসজিদের এসি বিস্ফোরণে ২৭ জন মুসল্লি মৃত্যবুরণ করেছে সেই সাথে আরও ১০ জন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এছাড়া মসজিদসহ সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার কারণে তিতাস কোম্পানীর ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে ।
যেখানে কর্মকর্তা, কর্মচারীদের দায়িত্ব পালনে অবহেলার কারণে সংঘটিত হওয়ার অভিযোগে নিন্মবণিত কর্মচারীগণকে সাময়িক বরখাস্থসহ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা যেতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি ।
অভিযুক্ত কর্মচারীরা হলো, মোঃ মনিবুর রহমান, সিনিয়র সুপারভাইজার, জোবিএ-ফতুল্লা, আবিবি-নারায়ণগঞ্জ, মোঃ আইউব আলী, সিনিয়র উন্নয়নকারী, জোবিএ-ফতুল্লা, আবিবি-নারায়ণগঞ্জ, মোঃ হানিফ মিয়া সাহায্যকারী, জোবিএ-ফতুল্লা, আবিবি-নারায়ণগঞ্জ, মোঃ ইসমাইল প্রধান , প্রকর্মী, জোবিএ-ফতুল্লা, আবিবি-নারায়ণগঞ্জ।
যেসকল কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলা মিলেছে তারা হলো, প্রকৌশলী সিরাজুল ইসলাম, ব্যবস্থাপক, প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, উপব্যবস্থাপক, প্রকৌশলী এস. এম হাসান শাহরিয়ার , সহকারী প্রকৌশলী এবং প্রকৌশলী মানিক মিয়া সহকারী প্রকৌশলী।