আজ শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিতাসের খোঁড়াখুঁড়ি চলছে

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের পাইপলাইনে লিকেজ খুঁজতে দ্বিতীয় দিনের মতো মাটি খোঁড়াখুঁড়ি করেছে তিতাস গ্যাস কোম্পানী। মঙ্গলবার সকাল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিযুক্ত শ্রমিকেরা নতুন করে মসজিদের উত্তর ও পূর্ব দিকে আরও দুটি গর্ত খনন করেছে।

এর আগে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিতাসের অর্ধশতাধিক শ্রমিক চারটি পয়েন্টে আরসিসি রাস্তা কেটে মাটি খনন কাজ শুরু করেন। এ সময় তাঁরা মসজিদের বেসমেন্টের পাশে একটি পাইপলাইনে দুটি ছিদ্র দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ৮টার দিকে মসজিদের সামনের সড়কে তিতাসের শ্রমিকেরা শাবল, কোদাল, টুকরিসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করেন। মসজিদের পূর্ব ও উত্তর দিকে আরও দুটি পয়েন্টে তিতাসের পাইপ বের করার চেষ্টা করছেন তাঁরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, সোমবার তিতাসের পাইপলাইনে দুটি ছিদ্র পাওয়া গেছে। সবচেয়ে বেশি গ্যাস বের হচ্ছিল মসজিদের দান বাক্সের নিচ দিয়ে। এ কারণে ওই পয়েন্টে মাটি খননের কাজ করা হচ্ছে। সেখানে মাটি খনন করে পাইপলাইন কী অবস্থায় আছে, সেটি দেখা গেলে লিকেজের বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।