তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।খালেদা জিয়ার অবর্তমানে গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
আজ শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনেও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার অবর্তমানে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির মাধ্যমে বিএনপি পরিচালিত হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতেও এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে ‘গঠনতন্ত্র অনুযায়ী এখন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তারেক রহমান।