আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তারা কেমন বিরোধী দল

সংবাদচর্চা রিপোর্ট:
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনেক দল ও সংগঠন সরব হলেও নিরব রয়েছে জাতীয় পার্টি। জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হয়েও এ নিয়ে কোন কড়া প্রতিবাদ করেনি তারা। সাধারণ মানুষের এই দাবিকে আমলে নিয়ে কোন কর্মসূচি নিতে দেখা যায়নি দলটিকে। অন্যরা গ্যাস মূল বৃদ্ধিকে অযৌক্তিক বললেও নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতারা চুপ করে রয়েছেন।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রোববার নারায়ণগঞ্জে বাম সংগঠনগুলোর আহবানে হরতাল পালিত হয়েছে। এর আগে ১জুলাই একই দাবিতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ করেছে। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি, আমরা নারায়ণগঞ্জবাসী সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদে মূখর রয়েছে। তারা সবাই বলছে, এ দাম বৃদ্ধি অযৌক্তিক। তাদের মতে, গ্যাসের চুরি বন্ধ করতে পারলে দাম বাড়ানোর কোন প্রয়োজন হয় না। তবে এ নিয়ে কোন রা’ নেই নারায়নগঞ্জ জাতীয় পার্টির নেতাকর্মীদের। জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ নেতাদেরও এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের বলেন, কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াতো আমরা মাঠে নামতে পারি না। আমাদের পার্টির চেয়ারম্যান অসুস্থ। কেন্দ্রীয় নেতারা তাকে নিয়েই ব্যস্ত। কেন্দ্রের এখন অন্য কোন চিন্তা নেই।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু বলেন, পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের শারিরিক অবস্থা ভালো না। এ কারণে এ নিয়ে কেন্দ্রীয় কমিটি কোন কর্মসূচি দেয়নি।
উল্লেখ্য, গত ৩০ জুন বিভিন্ন পর্যায়ের গ্রাহকের জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পরের দিন ০১ জুলাই থেকে কার্যকর হয় নতুন এই মূল্য। গৃহস্থালি গ্রাহকদের এক বার্নার চুলার মূল্য নতুন করে নির্ধারিত হয়েছে ৯২৫ টাকা। আগে যা ছিলো ৭শ’ ৫০ টাকা। আর দুই বার্নার চুলার মূল্য ৮শ’ থেকে বাড়িয়ে নির্ধারিত হয়েছে ৯৭৫ টাকা। এরইমধ্যে মূল্যবৃদ্ধির নেতিবাচক ফলাফল পেতে শুরু করেছেন দেশের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে আছেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং বেসরকারি ও সীমিত আয়ের চাকরিজীবীরা।