রূপগঞ্জ উপজেলা তারাব পৌর সভার ছাত্রলীগের নতুন ১৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার ( ৪ শ্রাবন, ১৯ জুলাই) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল শিকদার ও সাধারণ সম্পাদক মাছুম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
নতুন এ কমিটির মেয়াদ এক বছর। নতুন কমিটির সভাপতি হয়েছেন মো: আওলাদ হোসেন বাদল, সহ সভাপতি মো: আল-আমিন, মো: আবু কালাম, মো: আবু সুফিয়ান সোহান, নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মনির খান সুমেল, সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুব ভুঁইয়া, ফয়সাল আহমেদ, মামুন ভুঁইয়া, দপ্তর সম্পাদক ফাহাদ উদ্দিন, প্রচার সম্পাদক ইরফাত হাসান।
এছাড়া নতুন কমিটির সদস্যরা বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।