রূপগঞ্জে ড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তারাবো পৌরসভার তেতলাবো এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান । তিনি জানান বিলের মধ্যে পানি যাওয়ার রাস্তা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মাডার মামলা করা হবে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরো পড়ুনঃরাজাকারপুত্রকে সঙ্গে নিয়ে মুক্তিযোদ্ধাদের নৌ-বিহার
এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায় নি।