বিপ্লব হাসান : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট সড়কের তারাব পৌরসভা এলাকায় ভোর ৪টা ৩০ মিনিটে একটি মালবাহী পিক-আপ (ঢাকা মেট্রো-ড ১১-২০৩৭) সাথে অন্য আরেকটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৫-৫৯৫১) মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাইওয়ে পুলিশ জানান, আহত ও নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায় নি। দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখানে এসে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক। প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ বোঝায় করা পিক-আপ গাউছিয়া থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল আর অন্য আরেকটি পিকআপ কাঁচপুর থেকে গাউছিয়ার দিকে যাচ্ছিল । আচমকা আওয়াজ পেয়ে দেখি দুটোর সংঘর্ষ হয়েছে। সাথে সাথে পিক-আপের ড্রাইভার নিহত হয় হেলপার আহত। এবং উভয় গাড়ির আরো একজন আহত হয়। হাইওয়ে থানার ইনচার্জ কাইয়ুম আলী সরদার জানান, দুটি
পিকআপের মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপের ড্রাইভার ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের এখন পর্যন্ত নাম ঠিকানা পাওয়া যায় নি।