আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাবতে ভাতার কার্ড বিতরণ

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ শ্রাবণ,৩০ জুলাই) সকালে তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাতার কার্ড করেন।

এসময় হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা কোন মানুষ অবহেলিত থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ভাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে । অচিরেই দেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত  হবে।

তিনি বলেন,সমাজ সেবায় শেখ হাসিনা বিশ্বের রোল মডেল । সারা বিশ্বে যখন মন্দা তখন তিনি ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন।

হাছিনা গাজী তারাব পৌর বাসীর উদ্দেশে বলেন,   আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বিএনপি নেত্রী  খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে জেল খাটছে।  দেশের উন্নয়ন ঠেকাতে একটি চক্র গুজব জড়াচ্ছে। গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা সোলায়মান মিয়া, তারা‌ব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌ব পৌরসভার কাউন্সিলর আমির হোসেন, আনোয়ার হো‌সেন, র‌ফিকুল ইসলাম ম‌নির, নজরুল ইসলাম ম‌ফিজ, জোসনা বেগমসহ অ‌নে‌কে।