আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবতে বিএনপির বহিস্কৃত নেতার সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে তারাব পৌরসভা বিএনপির সহ সভাপতির পদ থেকে সাবেক কাউন্সিলর মোঃ মতিন ভূঁইয়াকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা ।
বুধবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার যাত্রামুরা এলাকায় সংবাদ সম্মেলনে বহিস্কৃত সহ সভাপতি আব্দুল মতিন ভুইয়া বলেন, গত ১৫ বছরে আওয়ামীলীগের নির্যাতনে ১২ টির বেশি রাজনৈতিক মামলায় অভিযুক্ত হয়েছি। সভা সমাবেশে যোগ দিয়েছি।
শুধুমাত্র আমি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সমর্থক হওয়ায় পৌর বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যা অন্যায় ভাবে করা হয়েছে। তাই এ বহিষ্কার আদেশ প্রত্যাহার চাই। সংবাদ সম্মেলনের পর মতিন ভুঁইয়া সমর্থিত তারাবো পৌর বিএনপির নেতাকর্মীরা যাত্রামুড়া থেকে তারাবো বিশ্বরোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন।
তবে, এ বিষয়ে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মতিন ভুঁইয়াকে বহিষ্কার করা হয়েছে।