আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাবতে জুয়াড়ি সহ গ্রেফতার ১০

রূপগঞ্জ উপজেলার তারাব দক্ষিণ পাড়া মনসুর আলীর বাগান বাড়ী এলাকায় মাদক (ইয়াবা) সেবন ও জুয়া খেলা অবস্থায় ১০ (দশ) জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের মধ্যে খোকন (৫৪), জাহাদ (৪৫), সুজন (৩৯), গোলাম মহিউদ্দিন (৪৭), হালিম (৪২), রমজান আলী (৪৫), রতন মিয়া (৩৮) ও মনসুর (৪২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩ মাস করে এবং মোজাম্মেল হক (৩৯) ও ইব্রাহীম (৪২) কে জুয়া আইন ১৮৬৭ এ দোষী সাব্যস্ত করে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়া র‌্যাব-১১ তারাব এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০১ পিস ইয়াবাসহ মৃত লাল মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক হোসেন @ রিপন (৩২) কে আটক করে।এ সময় তার দখল হতে মাদক বিক্রির নগদ ১৭,১০০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ফারুক হোসেন @ রিপন দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। সে মাদক ব্যবসার সাথে জড়িত। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত গতকাল  রবিবার (১৮ আগস্ট)  মাদক বিরোধী অভিযান”  র‍্যাবের  একটি টীমের পক্ষে মেজর সাকিব এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম  নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম সহ তারাব এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন।