আজ বুধবার, ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবতে চমক দেখাবেন দীপুর সমর্থকরা

#স্মরণকালের সবচেয়ে বড় জনসভা উপহার দেবো : আফজাল কবীর

সংবাদচর্চা রিপোর্ট:
মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি প্রতিহত করার লক্ষ্যে রূপগঞ্জের রূপসীতে সন্ত্রাস বিরোধী জনসভার ডাক দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া। আগামী ৭ সেপ্টেম্বর রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এই জনসভা হবে। এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। ১৭ বছর পর রূপসীতে চমক দেখাবেন দীপু ভুঁইয়ার সমর্থকরা। দীপু ভুঁইয়ার এই জনসভাকে সফল করার লক্ষ্যে তারাব পৌর বিএনপি ব্যাপক প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। প্রত্যেকটা ওয়ার্ডে তারা প্রস্তুতি সভা করেছে। গতকাল তারাব পৌরসভার ৬, ৭,৮, ৯ নং ওয়ার্ডে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর।

আগামী ৭ সেপ্টেম্বর জনসভার প্রস্তুতি সম্পর্কে তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর দৈনিক সংবাদচর্চাকে বলেন, আপনারা দীপু ভুঁইয়ার সাথে থাকবেন। সামনে আমাদের নির্বাচন, মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়াকে সংসদে পাঠানো আমাদের প্রধান কাজ। আমরা সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করি না। রূপসীতে আমরা স্মরণকালের সবচেয়ে বড় জনসভা উপহার দেবো। আমাদের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারণ্যে প্রতীক মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ভাষণ দেবেন। একই সাথে আমাদের দলকে তিনি আরও সুসংগঠিত করার বার্তা দেবেন।

তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু বলেন, তারাব পৌর বিএনপির নেতাকর্মীরা মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়ার সাথে আছে। আমরা সবাই তার জন্য মাঠে কাজ করছি।

তারাব পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান বলেন, আগামীতে রূপগঞ্জের হাল ধরবেন মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া। তারাবর মাটি দীপু ভুঁইয়ার ঘাঁটি। আমরা দীপু ভুঁইয়ার নেতৃত্বে রাজপথে আছি।