আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবতে ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জের তারাব পৌরসভায় আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়) এর স্বাস্থ্য সেবা তারাব পৌরবাসীর দৌড়গোঁড়ায় পৌছে দিতে ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ জুন দিনব্যাপী তারাব পৌরসভার সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।
তিনি বলেন, পৌরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিস স্থাপন করা হয়েছে। সেবার নামে কেউ যেনো হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। চরম দুর্যোগের মধ্যেও আওয়ামী লীগ সরকার দেশে বাজেট দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার যে বাজেট দিয়েছেন তাতে প্রত্যেকটা খাতে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এসময় উপস্থিত রফিকুল ইসলাম সেলিম, মনিরুজ্জামান , তারাব পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

স্পন্সরেড আর্টিকেলঃ