আজ বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তামাকপট্টি- শহীদনগর সংযোগ বিকল্প বাঁশেরপুলটি যেন মরন ফাঁদ !

নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডস্থ তামাকপট্টি থেকে শহীদনগর সংযোগ বিকল্প সড়ক বাঁশেরপুলটি যেন দিন দিন মরণ ফাঁদে রূপ নিয়েছে। যা বর্তমানে মানুষের উপকারের চেয়ে বেশী ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে।
প্রসংঙ্গত, নারায়ণগঞ্জ শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র নিতাইগঞ্জের সাথে দক্ষিণে গোগনগর ইউনিয়ন এবং নারায়ণগঞ্জ হতে মুন্সিগঞ্জ জেলার সাথে সংযুক্ত অন্যতম একটি সড়ক হচ্ছে তামাকপট্টি টু শহীদনগর সড়ক। আর এই সড়কটি মধ্যে অবস্থান ছিলো তামাকপট্টি ব্রীজ। গত বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক উক্ত ব্রীজটি ভেঙ্গে নতুন একটি ব্রীজ পূর্ণ নির্মাণ প্রকল্পের কাজ হাতে নিয়েছে। আর সেই কারনে সড়কটি দিয়ে বর্তমানে কোন প্রকার যানবাহন চলাচল করে না। কিন্তু শহীদনগর এবং বৃহত্তর গোগনগরে বসবাসকারী হাজার হাজার মানুষের প্রতিদিন শহরে চলাচলের একমাত্র অবলম্বন অস্থায়ী ভাবে নির্মাণ করা বাঁশেরপুল। সেই বাঁশেরপুলটি রৌদ- বৃষ্টিতে পঁচে গিয়ে বিভিন্ন জায়গায় বর্তমানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে রাতের আধারে পথ চলা খেটে খাওয়া মানুষ সেই বাঁশেরপুলের সৃষ্ট গর্তে পড়ে হচ্ছে আহত। কিন্তু দেখার যেন কেহ নেই। জনপ্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট কাজের ঠিকাদার বিষয়টি নিয়ে কোন তোয়াক্কা করছে না। কারন তাদের উক্ত রাস্তাটি প্রয়োজন সাধারণ মানুষের তুলনায় অনেক কম। প্রতিনিয়ত এখানে সাধারণ মানুষ হচ্ছে আহত। বিষয়টি নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র সুদৃষ্টি আর্কষণ করছে ভূক্তভোগী শহীদনগর ও বৃহত্তর গোগনগর এলাকাবাসি।

স্পন্সরেড আর্টিকেলঃ