বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ মার্চ) বিকালে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় আলোচনা সভা হয়। আলোচনা সভার আয়োজন করে তারাব সড়ক পরিবহণ আঞ্চলিক শ্রমিক কমিটি (রেজি নং বি-৪৯৪) ।
সভায় তারাব সড়ক পরিবহণ আঞ্চলিক শ্রমিক কমিটির সভাপতি মোজ্জামেল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মাসুম উপস্থিত ছিলেন । একই অনুষ্ঠানে গাজী পরিবারের জন্য দোয়া করা হয়।
সভায় বক্তরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসির একটি সম্পদ। পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের জেগে ওঠার শক্তিময় বার্তা। আলোচনা সভা শেষে গাজীর পরিবারের জন্য দোয়া করা হয়।