আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তাবলীগ জামাতের সমর্থন পেল বজলু

সংবাদচর্চা রিপোর্ট:

আগামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে ( চনপাড়া) সাধারণ সদস্য পদে মো: বজলুর রহমানকে সমর্থন দিয়েছে তাবলীগ জামাত। মঙ্গলবার ( ১৯ জানুয়ারি) চনপাড়ায় কায়েতপাড়া ইউনিয়ন তাবলীগ জামাতের উদ্যোগে তাবলীগের সাথীদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমানকে এ সমর্থন দেন নারায়ণগঞ্জ জেলা তাবলীগ জামাতের আমীর সিরাজুল ইসলাম। তিনি বলেন, আগামী কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে আমাদের মেম্বার প্রার্থী বজলুর রহমান। উনি আমাদের সাথী ভাই। তাই ৯ নং ওয়ার্ডের তাবলীগ জামাতের সকল সাথী ভাইদের প্রতি অনুরোধ আপনারা আগামী নির্বাচনে বজলুর রহমানকে ভোট দেবেন। তখন তাবলীগের উপস্থিত সাথী ভাইরা হাত উঠে বজলুর রহমানকে সমর্থন দিয়েছেন। জেলা তাবলীগ জামাতের এই নেতা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। বজলুর রহমানকে সমর্থন দিতে তিনি মন্ত্রীর কাছে অনুরোধ করেছেন।
কায়েতপাড়া ইউনিয়ন তাবলীগ জামাতের আমির মো: শহীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চনপাড়া ইমাম ঐক্যপরিষদের সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান। এসময় বজলুর রহমান বলেন, ইসলাম শান্তির ধর্ম। চনপাড়ায় ইসলাম বিরোধী কোনো কাজ হতে দেব না। তাবলীগ জামাতের সাথে আছি এবং থাকব। চনপাড়ায় তাবলীগ জামাতের কার্যক্রম পরিচালনার জন্য আমার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে।
এছাড়া তিনি তাবলীগের সাথী ভাইদের কাছে গাজী পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলতি বছরের যে কোনো সময় অনুষ্ঠিত হবে। এখনো তফসিল ঘোষণা হয়নি।