সংবাদচর্চা রিপোর্ট:
পঞ্চম রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের ২ বছর পূর্ণ হয়েছে ৩১ মার্চ। ২০১৯ সালের এই দিনে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হয়। সেই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়। আর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ বড় ধরণের সফলতা অর্জন করে। চেয়ারম্যান পদে শাহজাহান ভূইয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ২৭ ভোট তার নিকট তম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাবিবুল কাদির তমাল আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯ শ ৯৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২৭ কেন্দ্রে সৈয়দা ফেরদৌসী আলম নীলা হাঁস মার্কা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৬৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসরিন আক্তার চম্পা পেয়েছেন ১৩ হাজার ৩শ ২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সোহেল ভূইয়া চশমা প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৪শ ৫৯ ভোট তার নিটকতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হারেজ তালা প্রতীকে পায় ৯ হাজার ৭ শ ১৩ ভোট।
চেয়ারম্যান পদে শাহজাহান ভূইয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দা ফেরদৌসী আলম নীলা হ্যাট্রিক করেছেন । নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়। সেই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আরো যারা প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন তারা হলেন , টিউবওয়েল প্রতীকে মোতাহার হোসেন নাদিম, টিয়া পাখি প্রতীকে মোহাম্মদ স্বপন ভূঁইয়া, বই প্রতীকে মো. আ: আলিম সরকার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন তারা হলেন কলস প্রতীকে শায়লা, সেলাই মেশিন প্রতীকে মোসা: হ্যাপি বেগম। তবে সেই নির্বাচন ছিলো পরাজিতদের জন্য অত্যন্ত দুঃখের নির্বাচন ।
এদিকে বিজয়ীরা নির্বাচনের আগে জনগণকে দেওয়া তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।