আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তাদের জামিনের বিষয়ে হাইকোর্টের রুল

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় টেন্ডার সম্রাট জি কে শামীমের চার দেহরক্ষীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে তাঁদের করা আবেদনের শুনানি নিয়ে  সোমবার ( ৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। সরকারপক্ষকে ১০ দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে জামিন আবেদনকারী চারজন হলেন জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, শামসাদ হোসেন ও কামাল হোসেন। আদালতে শুনানি করেন জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী শামীম সরদার আর দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
আইনজীবী সূত্র জানায়,

গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে ওই মামলা হয়। এর আগে ওই চারজন গ্রেপ্তার হন। এই মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন করে গত ২৮ জানুয়ারি বিফল হন তাঁরা। পরে হাইকোর্ট জামিন চেয়ে আবেদন করা হয় যার ওপর আজ শুনানি হয়।

গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে টেন্ডার সম্রাট সোনারগাঁয়ের শামীমসহ তাঁর সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধার করা হয় বিদেশি মদ, নগদ টাকাসহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা।