আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তল্লা সাধারণ পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

আলোকিত মানুষ হবো, মানুষ গড়বো-এই ব্রত নিয়ে তল্লায় অবস্থিত সাধারণ পাঠাগারের উদ্যোগে ১৯ জুলাই শুক্রবার সকালে গরীব অসহায় মানুষদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেছে।

ফতুল্লা থানাধীন তল্লা এলাকায় প্রায় অর্ধ শতাধিক নারী-পুরুষকে এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা উদ্বোধন করা হয়। প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিয়মিত চিকিৎসা প্রদানের ঘোষণা দিয়ে সাধারণ পাঠাগারের নেতৃবৃন্দ বলেন, সময়ের সাথে, আগামীর পথে, আলোর সন্ধানে আমরা সমাজ কর্মে এগিয়ে যেতে চাই।

এমবিবিএস ডাক্তার মোঃ ইব্রাহিম খলিল আন্তরিকভাবে রোগীদের সেবা প্রদান করলে রোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ পাঠাগারের উদ্দেশ্যে বলেন, পাঠাগারের দায়িত্বশীল প্রতিনিধিরা মানবিক গুণাবলী দিয়ে আর্ত মানবতার সেবায় আরো বেশি বেশি কাজ করবে এই প্রত্যাশাই করি। বিনা মূল্যে চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের সিনিয়র সহ সভাপতি এবিএম আসাদুজ্জামান সুমন, প্রাক্তন সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শাহিন, প্রাক্তন সাধারণ সম্পাদক, নাজমুল হাসান রুমি, অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজ সেবা সম্পাদক কাজী গোলাম দস্তগীর, ক্রীড়া সম্পাদক মঈনুল হোসেন তনু ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভুঁইয়া।

কর্তব্যরত চিকিৎসক মোঃ ইব্রাহিম খলিলের সহযোগিতায় ছিলেন নাবা স্কুলের শিক্ষার্থী কামরুন নাহার, ইমন, তামান্না ও আমিনুল হাসান সুদিন। উক্ত শিক্ষার্থীর ক্ষুদে ডাক্তার হিসেবে আগামীর প্রত্যয়ে তাদের শিক্ষানবীশ হিসেবে মানবতার সেবায় দৃষ্টান্ত রাখার আহ্বান জানান সাধারণ পাঠাগারের নেতৃবৃন্দ।

স্পন্সরেড আর্টিকেলঃ