নবকুমার:
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, দেশ কে এগিয়ে নিতে হলে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ শিল্পায়নের দিকে অগ্রসর হচ্ছে । যত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে তত কর্মসংস্থান সৃষ্টি হবে। বেকার সমস্যা দূর হবে। ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়বে।
তিনি বলেন, বাংলাদেশে একটি সম্ভাবনাময় দেশ। লেখাপাড়া শেষ করে শুধু চাকরির পেছনে ছুটলে চলবে না। তরুণদের উদ্যোক্তা হতে হবে। দেশের সম্পদকে কাজে লাগাতে হবে। সবার লক্ষ থাকা উচিত চাকরি নেব না,চাকরি দেব।
বৃহষ্পতিবার (১৮ জুলাই) গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীণ বরণ ও প্রবীনদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, তৈরী পোশাকে নতুন নতুন ডিজাইন তৈরী করতে হবে। জনগণ যেটা পছন্দ করে সেটার প্রতি নজর দিতে হবে বেশি। সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। মন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।
তিনি বলেন , বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পাট শিল্পের হারানো গৌরব ফিরে পাচ্ছে। বহি:বিশ্বে পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। সারা বিশ্বে জনগণ প্লাষ্টিক পর্ণ্য বর্জন করছে। ২০৪১ সালে বাংলাদেশ কে উন্নত বিশ্বে এগিয়ে নিতে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মোজাফ্ফর হোসেন এমপি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো: আলাউদ্দিন,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস শহীদ প্রমুখ। এছাড়া কৃতি শিক্ষার্থীদের মাঝে গোলাম দস্তগীর গাজী পুরস্কার বিতরণ করেছেন।