নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: সশরীরে নগর ভবনে গিয়ে সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে অনুষ্ঠানের নিমন্ত্রণ দিয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তবুও তিনি অনুষ্ঠানে যান নি। নারায়ণগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের’র আগমন উপলক্ষে সেলিম ওসমানের দেয়া নিমন্ত্রণে সাড়া দিলেন না আলোচিত এই মেয়র।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে নগর ভবনে গিয়ে আমন্ত্রণ জানান নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান।
বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও জেলা আওয়ামীলীগের চেয়ারম্যান আব্দুল হাই উপস্থিত ছিলেন।