নিজস্ব প্রতিবেদক:
তথ্য অধিকার সুশাসন নিশ্চিত করার হাতিয়ার বলে মন্তব্য করে তথ্য কমিশনের সচিব সচিব মুহিবুল হোসেইন বলেন, জবাবদিহিতায় থাকলেই দেশে দুর্নীতি কম হবে।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও আড়াইহাজার উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের সাথে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন নিয়ে মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল অডিটরিয়ামে এ সভায় ২০০৯ সালের তথ্য অধিকার আইনের বাস্তবায়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তথ্য সচিব মুহিবুল হোসেইন আরও বলেন, তথ্য অধিকার আইনে মানুষের বাকস্বাধীনতার অধিকার রয়েছে। জানার অধিকারই তথ্য অধিকার। ২০০৯ সালে তথ্য অধিকার আইন করেছে বর্তমান সরকার।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলা সহকারি (ভূমি) রেজওয়ান-উল হক, আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান, গোপালদী পৌরসভার মেয়র আব্দুল হালিম সিকদার, ফতেপুরর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব মোল্লা, কৃষি অফিসার আব্দুল কাদির, যুবউন্নয়ন কর্মকর্তা মামুন মজুনদার, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আশ্রাফুল আমীন, আড়াইহাজার থানার ওসি এম এ হক, উপজেলা নির্বাচন কমিশনার আফরুজা খাতুন, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি হানিফ মোল্লা, দৈনিক আলোকিত বাংলাদেশের এমএ হাকিম ভূঁইয়া ও দৈনিক ভোরের ডাকের এআর কামাল শেখ প্রমুখ।